রিয়েলমি Note 50 এর দাম ও বিস্তারিত বিবরণ

যেভাবে রিয়েলমি Note 50 র এর যত্ন নিবেন
 
বাহ্যিক যত্নঃ
  • স্ক্রিন প্রটেক্টটর ব্যবহার করবেন ।
  • নরম কাপড় দিয়ে পরিষ্কার করবেন।
  • বেশি তাপমাত্রায় ফোন রাখবেন না।
  • জোরে ফেলে দিবেন না, ভেঙে যেতে পারে।
ব্যাটারির যত্নঃ
  • চার্জ ২০% এ নামলে ফোন চার্জে দিবেন।
  • চার্জ দেওয়া অবস্থায় ব্যাবহার করবেন না।
  • অরিজিনাল চার্জার ব্যবহার করবেন।
  • সারারাত চার্জে রাখবেন না।
  • ব্যাটারি সেভার মোড অন রাখতে পারেন।
সফটওয়্যারের যত্নঃ
  • নিয়মিত আপডেট করবেন।
  • অপ্রয়োজনীয় এ্যাপস আনইন্সটল করবেন।
  • ক্যাশ মেমরি ক্লিন রাখবেন।
  • ডাটা ব্যাকআপ রাখবেন।
  • প্লে-স্টোর ব্যতীত অন্য জায়গা থেকে এ্যাপস ইন্সটল করবেন না৷

About our-tech24

Check Also

রিয়েলমি সি ৭৫ এর দাম ও বিস্তারিত বিবরণ

রিয়েলমি সি ৭৫ একটি যুগোপযোগী স্মার্টফোন। ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা ও বাহ্যিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয় রয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *