Realme narzo n63 একটি যুগোপযোগী স্মার্টফোন। ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা ও বাহ্যিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয় রয়েছে ফোনটিতে। আপনার অবসর সময়টিকে আরও বেশি প্রাণবন্ত করতে Realme narzo n63 ফোনটিকে পছন্দের শীর্ষে রাখতে পারেন। ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের তথ্য গুলো মনোযোগ দিয়ে দেখুন।
Realme narzo n63 এর বৈশিষ্ট্যঃ
নেটওয়ার্ক : জিএসএম /এইচএসপিএ / এলটিই
বাজারে আসছেঃ ২০২৪, জুন ১০
বডি – ডাইমেনশন : ১৬৭. ৩* ৭৬. ৭* ৭. ৭ মিলিমিটার ( ৬. ৫৯* ৩. ০২* ০. ৩০ ইঞ্চি )
ওজন : ১৮৯ গ্রাম
নির্মিত : গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক
সিমঃ সিঙ্গেল সিম ( ন্যানো সিম ), হাইব্রিড ডুয়েল সিম
ডিস্প্লেঃ
- সাইজ : ৬.৭৫ ইঞ্চি
- রেজুলেশন: ৭২০ *১৬০০ পিক্সেল
প্রটেকশন : রেইনফোর্স্ট গ্লাস প্রসেসরঃ অক্টা কোর।
মেমোরিঃ
- র্যাম- ৪ জিবি,
- রোম- ৬৪/ ১২৮/ জিবি
মেইন ক্যামেরাঃ ৫০ মেগা পিক্সেল (ওয়াইড)
সেল্ফি ক্যামেরাঃ ৮ মেগা পিক্সেল (ওয়াইড)
ব্যাটারি: ৫০০০ মিলি আম্পায়ার ৪৫ ওয়াট
কালার : ব্লু, পারপেল
অন্যান্য বৈশিষ্ট্য :
- ৪কে ভিডিও,
- ব্লুটুথ,
- ফিঙ্গারপ্রিন্ট,
- অ্যাক্সিলোমিটার,
- কম্পাস,
- জাইরো,
- এফ এম রেডিও,
- ইউএসবি টাইপ সি ২. ০, ওটিজি
ভাল দিকঃ
- চমৎকার ক্যামেরা( নাইট মোডের সাহায্যে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায় )
- স্মুথ টাইপিং
- ধুলো এবং পানির বিরুদ্ধে রক্ষিত।
সীমাবদ্ধতাঃ
- ওজন একটু বেশি
- গেমিং বা ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে শক্তিশালী নয়।
- মাইক্রো এসডি কার্ড স্লট নেই
দামঃ আনঅফিসিয়াল ১২,৭০০টাকা।
সর্বশেষ দাম ও বাজারে ফোনটি আছে কি-না জানতে যা করণীয়ঃ
- নিকটস্থ মোবাইল শো-রুমঃ আপনার নিকটস্থ মেবাইল শো-রুমে গিয়ে সর্বশেষ দাম সম্পর্কে জানতে পারবেন।
- ই-কমার্স ওয়েবসাইটঃ Daraz, Apple gadget, Sumastech, Startech সহ কিছু জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে আপনি সঠিক তথ্য পাবেন।
- অফিশিয়াল Realme ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইটে আপনি প্রকৃত তথ্য পাবেন।
মনে রাখা জরুরীঃ ফোনের দাম ও বাজারে সরবরাহ আছে কিনা তা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তাই কয়েকটি ওয়েবসাইট ও শো-রুম দেখে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
যেভাবে Realme Note 60এক্স এর যত্ন নিবেন
- স্ক্রিন প্রটেক্টটর ব্যবহার করবেন ।
- নরম কাপড় দিয়ে পরিষ্কার করবেন।
- বেশি তাপমাত্রায় ফোন রাখবেন না।
- জোরে ফেলে দিবেন না, ভেঙে যেতে পারে।
- চার্জ ২০% এ নামলে ফোন চার্জে দিবেন।
- চার্জ দেওয়া অবস্থায় ব্যাবহার করবেন না।
- অরিজিনাল চার্জার ব্যবহার করবেন।
- সারারাত চার্জে রাখবেন না।
- ব্যাটারি সেভার মোড অন রাখতে পারেন।
- নিয়মিত আপডেট করবেন।
- অপ্রয়োজনীয় এ্যাপস আনইন্সটল করবেন।
- ক্যাশ মেমরি ক্লিন রাখবেন।
- ডাটা ব্যাকআপ রাখবেন।
- প্লে-স্টোর ব্যতীত অন্য জায়গা থেকে এ্যাপস ইন্সটল করবেন না৷
অফিসিয়াল মোবাইল চেনার উপায়ঃ
- ডায়াল *#০৬# এবং এরপর ১৫ ডিজিটের আইমি নম্বর দেখতে পাবেন।
- টাইপ ‘KYD ১৫ ডিজিট আইমি নম্বর’ এবং এটি ১৬০০২ এ পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে বিটিআরসি আপনাকে জানিয়ে দিবে ফোনটি অফিসিয়াল কিনা।
- বিটিআরসি ওয়েবসাইটে গিয়ে আইমি নম্নর দিয়ে চেক করতে পারবেন।
সাধারণ জিজ্ঞাসাঃ
১) ৫ জি সাপোর্ট করে? উত্তরঃ বাজারে ৪জি ও ৫জি দুটিই পাওয়া যায়।
২) চার্জ কতক্ষণ থাকে? উত্তরঃ অনায়াসে একদিন চালানো সম্ভব।
৩) ৪কে ভিডিও সাপোর্ট করে? উত্তরঃ হ্যাঁ৷
৪) ধূলা ও পানি প্রতিরোধী? উত্তরঃ হ্যাঁ ।
ফোনটি সম্পর্কে আপনি আরও কিছু জানতে চাইলে আমাদের কমেন্টবক্সে জিজ্ঞেস করতে ভুলবেন না কিন্তু।
ধন্যবাদ