Oppo F21s pro দাম ও বিস্তারিত বিবরণ

Oppo F21s pro একটি যুগোপযোগী স্মার্টফোন। ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা ও বাহ্যিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয় রয়েছে ফোনটিতে। আপনার অবসর সময়টিকে আরও বেশি প্রাণবন্ত করতে Oppo F21s pro ফোনটিকে পছন্দের শীর্ষে রাখতে পারেন। ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের তথ্য গুলো মনোযোগ দিয়ে দেখুন।

Oppo F21s pro এর বৈশিষ্ট্যঃ

নেটওয়ার্ক : জিএসএম / এইচএসপিএ / এলটিই

বাজারে আসছেঃ ২০২২,১৫ এপ্রিল

বডি – ডাইমেনশন : ১৫৯.৯*৭৩.২*৭.৫ মিলিমিটার ( ৬.৩০* ২.৮৮* ০.৩০ ইঞ্চি )

ওজন : ১৭৫ গ্রাম সিমঃ ন্যানো সিম

ডিস্প্লেঃ

  • টাইপ : এমোলেড, ৯০ হার্জ সাইজ : ৬.৪৩ ইঞ্চি
  • রেজুলেশন: ১০৮০*২৪০০ পিক্সেল
  • প্রটেকশন : কোর্নিং গরিলা গ্লাস ৫

প্রসেসরঃ

  • কোয়ালকম এসএম৬২২৫ স্নাপড্রাগন ৬৮০ ৪জি (৬ন্যানোমিটার)
  • অক্টাকোর

মেমোরিঃ

  • র্যাম- ৮ জিবি,
  • রোম- ১২৮জিবি

মেইন ক্যামেরাঃ তিনটি ক্যামেরা রয়েছে।

  • ৬৪ মেগা পিক্সেল (প্রাইমারি),
  • ২ মেগা পিক্সেল (ডেপ্ত)
  • ২ মেগা পিক্সেল (ম্যাইক্রো),

সেল্ফি ক্যামেরাঃ  ৩২ মেগা পিক্সেল।

ব্যাটারি:  ৪৫০০ মিলি আম্পায়ার ৩৩ ওয়াট চার্জিং।

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১২

অন্যান্য বৈশিষ্ট্য :

  • ৪কে ভিডিও,
  • ব্লুটুথ,
  • ফিঙ্গারপ্রিন্ট,
  • অ্যাক্সিলোমিটার,
  • কম্পাস
  • জাইরো,
  • এফ এম রেডিও,
  • ইউএসবি টাইপ সি ২. ০, ওটিজি

ভাল দিকঃ

  • চমৎকার ক্যামেরা
  • মাল্টিটাস্কিং
  • দীর্ঘস্থায়ী ব্যাটারি
  • স্মুথ টাইপিং

সীমাবদ্ধতাঃ

  • চার্জ ব্যাকআপ বেশি নয়
  • গেমিং বা ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে শক্তিশালী নয়
  • ক্যামেরা কোয়ালিটি এভারেজ।

দামঃ অফিসিয়ালঃ ২৯,০০০ টাকা।

সর্বশেষ দাম ও বাজারে ফোনটি আছে কি-না জানতে যা করণীয়ঃ

  • নিকটস্থ মোবাইল শো-রুমঃ আপনার নিকটস্থ মেবাইল শো-রুমে গিয়ে সর্বশেষ দাম সম্পর্কে জানতে পারবেন।
  • ই-কমার্স ওয়েবসাইটঃ Daraz, Apple gadget, Sumastech, Startech সহ কিছু জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে আপনি সঠিক তথ্য পাবেন।
  • অফিশিয়াল Oppo ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইটে আপনি প্রকৃত তথ্য পাবেন।

মনে রাখা জরুরীঃ ফোনের দাম ও বাজারে সরবরাহ আছে কিনা তা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তাই কয়েকটি ওয়েবসাইট ও শো-রুম দেখে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

সাধারণ জিজ্ঞাসাঃ

১) ৫ জি সাপোর্ট করে? উত্তরঃ বাজারে ৪জি ও ৫জি দুটিই পাওয়া যায়।

২) চার্জ কতক্ষণ থাকে? উত্তরঃ অনায়াসে একদিন চালানো সম্ভব।

৩) ৪কে ভিডিও সাপোর্ট করে? উত্তরঃ হ্যাঁ৷

ফোনটি সম্পর্কে আপনি আরও কিছু জানতে চাইলে আমাদের কমেন্টবক্সে জিজ্ঞেস করতে ভুলবেন না কিন্তু।

ধন্যবাদ

About our-tech24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *