Infinix Note 30 দাম ও বিস্তারিত বিবরণ

Infinix Note 30 একটি যুগোপযোগী স্মার্টফোন। ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা ও বাহ্যিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয় রয়েছে ফোনটিতে। আপনার অবসর সময়টিকে আরও বেশি প্রাণবন্ত করতে Infinix Note 30 ফোনটিকে পছন্দের শীর্ষে রাখতে পারেন। ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের তথ্য গুলো মনোযোগ দিয়ে দেখুন।

Infinix Note 30 এর বৈশিষ্ট্যঃ

নেটওয়ার্ক : জিএসএম /এইচএসপিএ / এলটিই

বাজারে আসছেঃ ২০২৩, মে ২২

বডি – ডাইমেনশন : ১৬৮. ৬* ৭৬.৬* ৮.৬ মিলিমিটার ( ৬. ৬৪* ৩.০২* ০. ৩৪ ইঞ্চি )

ওজন : ২১৯ গ্রাম

সিমঃ ন্যানো সিম

ডিস্প্লেঃ

  • টাইপ : ১২০ হার্জ
  • সাইজ : ৬.৭৮ ইঞ্চি
  • রেজুলেশন: ১০৮০* ২৪৬০ পিক্সেল

প্রসেসরঃ

  • ম্যাডিয়েটেক হেলিও G99 ( ৬ ন্যানোমিটার )
  • অক্টা কর

মেমোরিঃ

  • র্যাম- ৮ জিবি,
  • রোম-১২৮/ ২৫৬ জিবি

মেইন ক্যামেরাঃ ত্রিপল ক্যামেরা রয়েছে

  • ৬৪ মেগা পিক্সেল (ওয়াইড),
  • ২ মেগা পিক্সেল (ডেপথ্স) কিউ ভি জি এ

সেল্ফি ক্যামেরাঃ ১৬ মেগা পিক্সেল।

ব্যাটারি:  ৫০০০ মিলি আম্পায়ার ৪৫ ওয়াট

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩

কালার :

  • কালো,
  • নীল,
  • গোল্ড

অন্যান্য বৈশিষ্ট্য :

  • ৪কে ভিডিও,
  • ব্লুটুথ,
  • ফিঙ্গারপ্রিন্ট,
  • অ্যাক্সিলোমিটার,
  • জাইরো,
  • কম্পাস,
  • এফ এম রেডিও,
  • ইউএসবি টাইপ সি ২. ০, ওটিজি

ভাল দিকঃ

  • দীর্ঘস্থায়ী ব্যাটারি,
  • আধুনিক কানেক্টিভিটি
  • ফাস্ট চার্জিং
  • বহুমুখী ক্যামেরা সেটআপ

সীমাবদ্ধতাঃ

  • ফোনটি নিয়মিত সফটওয়্যার আপডেট নাও পেতে পারে
  • গরম হয়

দামঃ অফিসিয়াল

  • ৮/১২৮ – ১৮, ৯৯৯ টাকা
  • ৮/ ২৫৬ – ২১ , ৯৯৯ টাকা

সর্বশেষ দাম ও বাজারে ফোনটি আছে কি-না জানতে যা করণীয়ঃ

  • নিকটস্থ মোবাইল শো-রুমঃ আপনার নিকটস্থ মেবাইল শো-রুমে গিয়ে সর্বশেষ দাম সম্পর্কে জানতে পারবেন।
  • ই-কমার্স ওয়েবসাইটঃ Daraz, Apple gadget, Sumastech, Startech সহ কিছু জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে আপনি সঠিক তথ্য পাবেন।
  • অফিশিয়াল infinix ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইটে আপনি প্রকৃত তথ্য পাবেন।

মনে রাখা জরুরীঃ ফোনের দাম ও বাজারে সরবরাহ আছে কিনা তা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তাই কয়েকটি ওয়েবসাইট ও শো-রুম দেখে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

সাধারণ জিজ্ঞাসাঃ

১) ৫ জি সাপোর্ট করে? উত্তরঃ বাজারে ৪জি ও ৫জি দুটিই পাওয়া যায়।

২) চার্জ কতক্ষণ থাকে? উত্তরঃ অনায়াসে একদিন চালানো সম্ভব।

৩) ৪কে ভিডিও সাপোর্ট করে? উত্তরঃ হ্যাঁ৷

ফোনটি সম্পর্কে আপনি আরও কিছু জানতে চাইলে আমাদের কমেন্টবক্সে জিজ্ঞেস করতে ভুলবেন না কিন্তু।

ধন্যবাদ

About our-tech24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *